বাংলাদেশের সেমির সুযোগ বাঁচিয়ে রাখল ভারত

0
45

বাংলা খবর ডেস্ক:
নারী এশিয়া কাপে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছেন স্মৃতি মান্ধানারা। ভারতের এ জয়ে আসরটির সেমিফাইনালে উঠতে বাংলাদেশেরও সুবিধে হলো।

নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারালেই শেষ চারে উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। যদিও সোমবার দিনের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে সমীকরণ কঠিন করে ফেলেছিলেন নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা থাইল্যান্ড মাত্র ৩৭ রানে গুটিয়ে যায়। দলের ওপেনার নান্নাপাত কোনছারোয়েনকাই (১২) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলার স্নেহা রানা ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট পান দিপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কড়।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সাব্ভিনেনি মেঘনা (২০) ও পূজা ভাস্তকরের (১২) অপরাজিত ব্যাটে জয় তুলে নেয় ভারত।

টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ভারত ৬ ম্যাচে ৫ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাকিস্তান ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ৫ ম্যাচে পাকিস্তানের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে তৃতীয় শ্রীলংকা।

থাইল্যান্ড ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। তবে থাইল্যান্ড যেহেতে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে তাই রান রেটে তারা পিছিয়ে রয়েছে। বর্তমানে তাদের নেট রান রেট মাইনাস ০.৯৪৯। বাংলাদেশের ০.৪২৩।

আগামীকাল আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here