নকআউটের স্বপ্ন টিকিয়ে রাখল জার্মানি

0
45

বাংলা খবর ডেস্ক:
স্পেনের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে জার্মানি। জার্মানির জন্য ম্যাচটি ছিল ডু অর ডাই ম্যাচ। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা।

nagad-300-250
স্পেনের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে তারা।

শুরুতে গোল জার্মানি দিয়েছিল। তবে অফসাইডের খপ্পরে পড়ে জার্মানদের সেই গোল কাটা গেছে। ফলে প্রথমার্ধে ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের রীতিমতো চেপে ধরে স্পেন। ৬২ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৮৩তম মিনিটে সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরে জার্মানি।

কোস্টারিকা জাপানকে হারিয়ে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। যে কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করলেও জার্মানির বিশ্বকাপ যাত্রা থামছে না।

শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকার বিপক্ষে জয় পেলে আর স্পেন তাদের শেষ ম্যাচে জাপানকে পরাজিত করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউট নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here