আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে মেসি পেলেন গোল্ডেন বল

0
62

বাংলা খবর ডেস্ক:
লিওনেল মেসির কারণেই ৩৬ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে গোল করে গোল্ডেন বুট জয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

কিন্তু রোববার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের হ্যাটট্রিকের কারণে পেছনে পড়ে যান মেসি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে এমবাপ্পে।

তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ২ গোল করেন মেসি। তার করা দুই গোলে দুই দফায় এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু এমবাপ্পে হ্যাটট্রিক করে দুই দফায় দলকে সমতায় ফেরান।

১২০ মিনিটের খেলা শেষ হয় ৩-৩ ড্র হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে জিতে বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। আর টুর্নামেন্টে ৭ গোল করে গোল্ডেন বল জিতে নেন মেসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here