জুনে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসতে পারেন মেসি, ডি মারিয়ারা

0
61

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
জুনে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসতে পারেন মেসি, ডি মারিয়ারা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকায় তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, জুনে মেসিদের ঢাকা সফর অনেকটাই নিশ্চিত।

বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’

আর্জেন্টিনার এ প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। তবে স্টেডিয়ামটিতে চলছে সংস্কারকাজ। জুনের আগে সংস্কারকাজ শেষ হবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

তবে বাফুফে সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।’

এদিকে, আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় মেসিদের ঢাকা সফরের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। ধারণা করা হচ্ছে, সেখানে এ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে হওয়া সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল মেসিরা। তবে এবার মেসিদের প্রতিপক্ষ কারা, তা জানায়নি বাফুফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here