যুক্তরাষ্ট্রের ভিসা দালালের আশ্রয় না নেওয়ার আহ্বান

0
132

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
ভিসা আবেদন ও কাগজপত্র প্রস্তুতের ক্ষেত্রে দালালদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেই সঙ্গে জানিয়েছে, ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও নথি দিলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, তা ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা হয়ে দাঁড়াবে।

গতকাল শুক্রবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলকভাবে পাসপোর্টে ‘এন্ট্রি’ এবং ‘এক্সিট স্ট্যাম্প’ বিক্রি করেছিলেন। মার্কিন ভিসা আবেদনপত্রে ও সাক্ষাৎকারে যেসব নথি চাওয়া হয়, তার দায়ভার আবেদনকারীদেরই।

ভিসা আবেদনকারীদের জন্য নির্দেশিকায় বলা আছে, প্রথমে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা হয়। যে কোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকা, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাৎকারের সময় সত্য উত্তর দিতে হবে। আবেদনকারীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ শেষ করতে উৎসাহ দেয় মার্কিন দূতাবাস। কারণ একটি আবেদন করার প্রয়োজনীয় সব তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here