পাকিস্তানে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব

0
42

বাংলা খবর ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে রেখে মুলতান সুলতানসের বিপক্ষে খেলে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সাকিব ছাড়া খেলতে নেমে মুলতান সুলতানসের বিপক্ষে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।

এদিন আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে মুলতান।

টার্গেট তাড়া করতে নেমে সাকিবের পেশোয়ার ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। ৫৬ রানে জয় পায় মুলতান।

টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে ছিলনা সাকিব, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান রভম্যান পাওয়েল।

আসরের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর খেলায় ২ রানের জয় পায় পেশোয়ার। সেই ম্যাচে সাকিব এক বল খেলে করেন মাত্র এক রান।

বল হাতেও ঝলক দেখাতে পারেননি। তিন ওভারে ৩২ রান খরচ করে সাকিব পারেননি কোনো উইকেট শিকার করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here