স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক পেলেন নসরুল হামিদ

0
139

ঢাকা: স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্য নাম্বার অফ দ্য সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভুতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদকে ভূষিত করেন।

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গত শনিবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে এবং এর মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।’

ব্যবসা-বাণিজ্যের বাইরের স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্বশান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন একই অভিমত ধারণ করে।’

এ পদক প্রদানের জন্য স্পেনের রাজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও কাজ করার সুযোগ রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here