৬৬ আরোহী নিয়ে ইরানি বিমান বিধ্বস্ত

0
89

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। বিমানটি তেহরান থেকে ইয়াশজুয়ের পথে সেন্ট্রাল ইরানের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, আজ রবিবার ইরানের সেমিরোম শহরের পর্বতাঞ্চলে বিমানটি ক্র্যাশ করে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জরুরি বিভাগের মুখপাত্র মোজতবা খালিদির বরাত দিয়ে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেসটিভি জানায়, আসেমানের ওই ফ্লাইটে ৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

মিররের প্রতিবেদনে বলা হয়, এটিআর ৭২ টুইন-ইঞ্জিনের টার্বোপ্রোপ মডেলের বিমানটি মাটি থেকে ওড়ার ৫০ মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মিডিয়াকে জানান, বিমানটি কোথাও জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছিল। পরে তা ডেনা পর্বতমালা অঞ্চলে বিধ্বস্ত হয়।

সেন্ট্রাল ইসফাহান প্রদেশের সেমিরোমের কাছে বিধ্বস্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারে একটি হেলিকপ্টার জরুরিভাবে সে পথে রওনা দেয়। কিন্তু বাজে আবহাওয়ার কারণে ওটা জায়গামতো নামতে পারেনি।
সূত্র : আল জাজিরা, মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here