‘নেইমারকে ছাড়া বার্সেলোনার শক্তি কমেনি’

0
112

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল সুপারস্টার নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে গেলেও এতে ক্লাবের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শক্তির কোনো তারতম্য হয়নি। মাঠের খেলায় যেমন এর প্রমাণ পাওয়া যাচ্ছে, এবার তা মুখেই বলে দিলেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। নিজের দেশের জাতীয় দলের সতীর্থ সম্পর্কে এমন মন্তব্য করায় তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে।

গত মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে চেলসি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লিওনেল মেসির গোলে সমতায় ম্যাচ শেষ করে বার্সেলোনা। আগামী ১৪ মার্চ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের ম্যাচ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে চেলসির এই মিডফিল্ডার বলেন, ‘আমি মনে করি, নেইমারকে নিয়ে বা নেইমারকে ছাড়াও বার্সেলোনার শক্তি কমেনি। বার্সেলনা বার্সেলোনাই। অবশ্যই নেইমার দারুণ একজন খেলোয়াড়। কিন্তু তাদের মেসি আছে, আন্দ্রেস ইনিয়েস্তা আছে, লুইস সুয়ারেস আছে।’

প্রতিপক্ষ দল নিয়ে উইলিয়ান আরও বলেন, ‘অবশ্যই ফিরতি লেগে আমরা সেখানে দারুণ খেলতে পারি। এটা একেবারে আলাদা একটা ম্যাচ হবে। সেখানে (ক্যাম্প ন্যু তে) খেলা একেবারেই আলাদা ব্যাপার কিন্তু আমি মনে করি, আমরা সেখানে এই মানসিকতা নিয়ে যেতে পারি। আমরা সেখানে দারুণ স্পিরিট নিয়ে যেতে পারি এবং ম্যাচটা জেতার চেষ্টা করতে পারি। তাদের খুব ভালো খেলোয়াড় আছে; এ কারণে বার্সেলোনা সবসময়ই বার্সেলোনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here