রাসআলখাইমা বাংলাদেশ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
118

ইউএই প্রতিনিধি: আরব আমিরাতের রাসআলখাইমা বাংলাদেশ ইংলিশ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজের উপস্থাপনায় মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় ওই স্কুলের ছাত্রী জোবাইদা স্বাগত বক্তব্য রাখেন।

অালোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ মুছা, সাংগঠনিক সম্পাদক বাবু সুবোধ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, কার্যনির্বাহী সদস্য মোশরফ হোসেন সি এম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্কুল কর্মকর্তা হিসাম, স্কুল উপকমিটির ইঞ্জিনিয়ার তাফজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার আসিফ কবির, আব্দুল হক, সিনিয়ার শিক্ষক এটি এম শাহনেওয়াজ, মাহাবুব আলাম, সাধারণ সদস্য সাইফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, ‘রক্তে কেনা মাতৃভাষার শুদ্ধ চর্চা এবং মান রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। নিজ সাহিত্য সংস্কৃতি লালন পালনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা যেমন অভিভাবকদের দায়িত্ব, ঠিক তেমনি প্রতিটি বাঙালিরও দায়িত্বের পর্যায়ে পড়ে। ইংরেজি আমরা শিখবো তবে মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। ইংরেজি ভাষা যদি নিজের অবস্থান তৈরি করতে পারে, আমরা আমাদের রক্তে কেনা মাতৃভাষাকে কেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো না।’

এর আগে দিবসটি উপলক্ষে পবিত্র কোরআন হতে তেলোয়াত ও শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, দেয়ালিকা পত্রিকা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here