পুতিনের সঙ্গে সংলাপে বসছেন ম্যাক্রো ও মার্কেল

0
104

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ায় অস্ত্রবিরতি প্রশ্নে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। রবিবার এ সংলাপের কথা রয়েছে।

এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক রোডম্যাপ ও প্রস্তাবের শর্ত বাস্তবায়নের বিষয়ে তিন নেতার আলোচনায় প্রাধান্য পাবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবার সর্বসম্মতিক্রমে সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির দাবি জানানো হয়। এরপরই ওই বৈঠকের ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় গৌতায় বাশার বাহিনীর ব্যাপক বিমান ও বোমা হামলায় এক সপ্তাহে পাঁচ শতাধিক বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here