‘জিরো’ দিয়ে শেষ করলেন চার দশকের ক্যারিয়ার

0
313

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসাবে শুরু করেছিলেন ৬ বছর বয়সে তামিল সিনেমা দিয়ে। ১৯৬৯ সালে এম এ তিরুমুগমের সিনেমা ‘তুনাইবন’ দিয়ে কাজ শুরু করেছিলেন। তারপরে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় সিনেমায় চুটিয়ে কাজ করার পরে ১৯৭৯ সালে বলিউডে অভিষেক হয় ‘সোলবা সাওয়ান’ সিনেমা দিয়ে।

তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। হিম্মতওয়ালা, মাওয়ালি, তোফা, মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, সাদমা, নাগিনা, চালবাজ, লামহে, খুদা গাওয়া, গুমরাহ, লাডলা, জুদাইয়ের মতো সিনেমা করে সকলকে চমকে দিয়েছেন শ্রীদেবী।

জুদাইয়ের পর স্বেচ্ছ্বায় ১৫ বছরের অবসর ভেঙে ২০১২ সালে ফেরেন কমেডি ড্রামা ইংলিশ-ভিংলিশ নিয়ে। কামব্যাকেই বাজিমাৎ করেন নিজের অভিনয়গুণে।

তারপরে ২০১৭ সালে করেন ‘মম’ সিনেমা। সেটা একটা থ্রিলার। সেটাও সুপারহিট হয়। শেষ সিনেমায় শ্রীদেবীকে দেখা যাবে শাহরুখ খান অভিনীত ও আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে। এখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছেন শ্রীদেবী। সিনেমাটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর ২০১৮ সালে। এটাই শ্রীদেবীর শেষ সিনেমা অ্যাপিয়ারেন্স হয়ে থাকবে। সুতরাং বলা যায় ‘জিরো’তে এসেই শেষ হলো শ্রীদেবীর চার দশকের ক্যারিয়ার।
সূত্র : ওয়ান ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here