৪ মার্চ জর্জিয়া আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না

0
200

আটলান্টা থেকে: ২০১৪ সালের নভেম্বরে গঠিত জর্জিয়া আওয়ামী লীগের মেয়াদ শেষ হয়েছে গত নভেম্বর ২০১৭। নতুন কমিটি গঠন কল্পে সোচ্চার হয়ে উঠেছে জর্জিয়া আওয়ামী পরিবার।

সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রচারপত্রও প্রকাশিত হয়।

হঠাৎ গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যস্ত থাকবেন। অবশ্য তিনি কবে বা কখন আসবেন তা উল্লেখ করা হয়নি।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের জন্য আগামী ৪ মার্চ জর্জিয়া আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না। জর্জিয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের ৪ তারিখের সম্মেলন বাতিল করতে বলা হয়েছে।

বিজ্ঞপিতে আরও জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ কমিটিই পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত সংগঠন পরিচালনা করে যাবে।

প্রসঙ্গত, জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ অন্যান্যরা যদি উপস্থিত না হন তবে তিনি সম্মেলনে যাবে না।

এমনকি তার অনুসারীরাও যাবে না এবং তিনি ব্যতিত অন্য কেউ কোন কমিটি করলে তিনি সেই কমিটিকে সমর্থনও দিবেন না বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here