নিজের পদক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন নসরুল হামিদ

0
687

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তাকে দেওয়া স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদক ‘দি কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রতিমন্ত্রী সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এই পদক হস্তান্তর করেন।

স্পেনের রাজা একাদশ ফিলিপ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ অবদানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানী এবং পাশাপাশি স্পেনে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও অবদানের স্বীকৃতি স্বরূপ বিপুকে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করেন।

স্পেনের রাজার পক্ষে, স্প্যানিশ রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিমন্ত্রী কাছে এই পদক হস্তান্তর করেন বলে প্রেস সচিব জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here