জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে র‌বিবার গণজাগরণ মঞ্চের বি‌ক্ষোভ

0
120

ঢাকা: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা মশাল মিছিল বের করেন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, শ্রাবণ প্রকাশনীর সত্বাধিকারী রবিন আহসান, স্বৈরাচার বি‌রোধী ছাত্র‌নেতা আকরামুল হকসহ বি‌ভিন্ন বাম ছাত্র সংগঠ‌নের নেতাকর্মীরা।

মশাল মিছিল শেষে আগামীকাল র‌বিবার বিকাল ৪টায় বি‌ক্ষোভ সমা‌বে‌শের ডাক দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এর আগে বিকেলে থেকেই শাহবাগ গণজাগরণ মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসে থাকার সময় পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে জ্ঞানহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here