‘জাঙ্কফুড’ ছাড়লেন ট্রাম্প!

0
135

আর্ন্তজাতিক ডেস্ক: ‘জাঙ্কফুড’, ‘রেড মিট’ এবং ‘সফট ড্রিংকস’ জাতীয় খাবার আর খাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব ছেড়ে এখন সালাদ, স্যুপ আর মাছে আস্থা রাখছেন তিনি। হোয়াইট হাউসের চিকিৎসক রুনি জ্যাকসনের পরামর্শে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন মাস আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। সেসময় চিকিৎসক রুনি জ্যাকসন তাকে ওজন কমানোর পরামর্শ দেন।

রুনি তখন জানান, ট্রাম্পের ওজন ১০৮ কেজির একটু বেশি। ৫ থেকে ৬ কেজি ওজন কমানো উচিত তার।

প্রেসিডেন্টের রক্ত পরীক্ষার উপর ভিত্তি করে তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেন রুনি।

জানা গেছে, সম্প্রতি ‘রেড মিট’-এর বদলে কম ক্যালোরির মাছ খাচ্ছেন ট্রাম্প। সেইসঙ্গে ডায়েটে নিয়মিত থাকছে সালাড আর স্যুপ।

হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্প ম্যাকডোনাল্ডসের বার্গার খেতে খুব পছন্দ করতেন। তিনি নৈশভোজে দুটি বার্গার, দুটি ফিশ স্যান্ডউইচ, চকোলেট মিল্ক শেক আর ডায়েট কোক খেতেন। সেসব খাবারে এখন আর হাত দিচ্ছেন না তিনি।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here