টরন্টোয় জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ

0
105

কানাডা: বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রবিবার বিকেলে বাঙালী অধ্যূষিত ডেনফোর্থে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ জানায় প্রবাসীরা।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা এই প্রতিবাদ সমাবেশের ডাক দিলেও টরন্টোর প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনছাড়াও মুক্তমনা প্রবাসীরা এতে অংশ নেন।

কানাডা উদীচীর এজিএস সোলায়মান তালুত এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন ডাকসু সহ সাধারণ সম্পাদক নাসির উদ দুজা, প্রাক্তন বাকসু ভিপি ফায়েজুল করিম, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, থিয়েটার ফোকস্-এর আহ্বায়ক নয়ন হাফিজ, পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, মুক্তিযোদ্ধা মোঃ মাসুক মিয়া, পিডিআই সমন্বয়ক মাহাবুব আলম, কানাডা উদীচীর সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস, উদীচী সাধারণ সম্পাদক সৌমেন সাহা, কবি ও সংগঠক তুষার গায়েন ও দেলওয়ার এলাহী প্রমুখ।

টরন্টোতে বসবাসরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দও এই প্রতিবাদে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here