সিরীয় সংকট নিয়ে কথা বলেছেন পুতিন-এরদোগান

0
180

আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি সিরিয়ার পূর্ব গৌতায় যুদ্ধের কারণে মানবিক বিপর্যয় ঘটেছে। এ প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন। মঙ্গলবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে।

জানা গেছে, পূর্ব গৌতায় বেসামরিক লোকদের জন্য ত্রাণ সহযোগিতা ও সেখানকার অধিবাসীদের দুর্ভোগ লাঘব অপরিহার্য বলে মন্তব্য করেন দুই নেতা।

দাতব্য সংস্থা হোয়াইট হেলমেট জানিয়েছে, মঙ্গলবার সিরীয় বাহিনীর হামলায় অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

তারা জানায়, সিরীয় বাহিনী বিমান হামলার পাশাপাশি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে স্থল অভিযানও শুরু করেছে। আসাদ বাহিনীর হামলায় আরবিনে চার, জিসরিনে তিন, আইন তারমায় দুই ও বাইত সাভায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিও গুয়েতেরেস পূর্ব গৌতায় অব্যাহত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here