‘মেসিকে নিয়ে নাইজেরিয়ার ভয় পাওয়ার কারণ দেখছি না’

0
480

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। গ্রুপ পর্বের বৈতরণী পেরোতে একমাত্র আর্জেন্টাইনদের লিওনেল মেসিকে বাধা মনে করছেন সুপার ঈগলরা। তবে সুপার ঈগলদের রক্ষণভাগের সাবেক অতন্দ্র প্রহরী সানডে এবোয়েগবে বলেছেন, বিশ্বকাপে মেসিকে নিয়ে নাইজেরিয়ার ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।

এবোয়েগবে বলেন, মেসি সুপারম্যান নন, জাদুকরও নন। একটু চেষ্টা করলেই ডিফেন্ডাররা তাকে বোতলবন্দি করে রাখতে পারবেন। ওকে শুরুতে হতাশ করে দিতে পারলেই আমাদের স্বার্থ হাসিল হবে। এ জন্য রক্ষণভাগের খেলোয়াড়দের বলের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। ফুটবল একটি মানসিক গেম। মেন্টালি আমাদের এগিয়ে থাকতে হবে, তা হলেই আর্জেন্টিনাকে ধরে ফেলা যাবে।

তাঁর মতে, গ্রুপ পর্বের লড়াইয়ে আতঙ্ক ছড়াতে পারে ক্রোয়েশিয়াও। তবে বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে আফ্রিকার ফুটবল পরাশক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here