লিটন-মুশফিক মারতে পারে! জানতেনই না পাপন!

0
116

স্পোর্টস ডেস্ক: একজন সাবেক টেস্ট অধিনায়ক, অন্যজন তিন ফরম্যাটের মধ্যে জাতীয় টেস্ট দলেই মোটামুটি থিতু হয়েছেন। এই দুজনের হাতে যে এত মার থাকতে পারে তা জানতেনই না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন! ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে দলকে উত্সাহ দেওয়ার জন্য শ্রীলঙ্কা এসেছিলেন তিনি। আজ দেশে ফেরার আগে সাংবাদিকদের বলে গেলেন এই দুই তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে তার মুগ্ধতার কথা।

বিসিবি সভাপতি বললেন, ‘তামিম-সৌম্য যে মারতে পারে, সেটা জানি। লিটন মারতে পারে জানতাম না। মুশফিক? ওকে কাল বললাম, তুমি যে এমন মারতে পার, জানতামই না! গত দুই বছর দেখছি, ছক্কা মারতে গিয়ে সে বাউন্ডারিতে ক্যাচ দেয়! ও মারতে পারে। কিন্তু ছয় মারার খেলোয়াড় সে নয়! আমাদের দলে ছক্কা মারে তিনজন—তামিম, সৌম্য আর সাব্বির। সাব্বির অবশ্য ছন্দে নেই।’

গতকালের ইতিহাস গড়া ম্যাচে তামিম-সৌম্য ব্যাট হাতে নিজেদের দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। মুশফিক যে ছক্কা মারতে পারেন সেটা কিন্তু ক্রিকেটপ্রেমীরা ভালোভাবেই জানেন। দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করেছেন মুশফিক। কিন্তু যে কোনো কারণেই হোক, বিসিবি সভাপতির মাথায় সেটা ছিল না। তবে লিটন দাসের রুদ্রমূর্তি তাকে ভীষণ অবাক করেছে। ঘোর যেন কাটছেই না।

লিটনকে নিয়ে নাজমুল হাসান বললেন, ‘লিটন কাল যেভাবে খেলেছে, পুরো ম্যাচের সুরই বদলে দিয়েছে। তামিমের ওপর চাপ কমে গেছে। তামিম মারা শুরু করল, সৌম্য ধরে রাখল। মুশফিক এল, সৌম্য মারা শুরু করল। এই যে পরিকল্পনা—এটাই ছিল দেখার মতো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here