0
116

৫৮ রানেই শেষ ইংল্যান্ড

 

 

বাংলা খবর ডেস্ক | ২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলই আগে খেলেছে দিবা-রাত্রির টেস্ট। তবে আজ অকল্যান্ডের ইডেন পার্ক মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমেই যেন খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। কিউই দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং তোপে ২০.৪ ওভারে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এদিন ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে দলীয় ৬ রানে ওপেনার অ্যালিস্টার কুকের উইকেট তুলে নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। এ পর্যায়ে মাত্র ২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে তারা।
এ ফলে সম্ভাবনা দেখা দিয়েছিল নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লেখার। তবে সেই লজ্জা থেকে বাঁচিয়ে দেন ইংলিশদের লোয়ার অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ ওভারটন। তিনি ২৫ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৩৩ রান করে অপরাজিত থাকেন। টেস্ট ইতিহাসে এটি ইংল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এদিন শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ইংলিশ ব্যাটসম্যান। দুই অঙ্কের রান করেছেন দু’জন। কিউই বাঁহাতি পেসার বোল্ট ১০.৪ ওভারের স্পেলে ৩২ রান খরচায় ৬ উইকেট নেন। ৫৩ টেস্টের ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ পাঁচ বা এর বেশি উইকেট পাওয়ার রেকর্ড। এছাড়া আরেক পেসার সাউদি ১০ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট দখল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here