জরুরি বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা

0
464
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে দলের সিনিয়র নেতারা বৈঠকে বসবেন।

বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল কবির।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ আদালত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া রায়ে ছয় আসামির সবাইকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়। রায়ের পর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here