হায়দারাবাদের অধিনায়কত্বও হারালেন ওয়ার্নার

0
103

বাংলা খবর ডেস্ক: কেপটাউন টেস্টে বিতর্কিত বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া দলের প্রতি ঘৃণা যেন বেড়েই চলেছে। অস্ট্রেলিয়ার মতো দলের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য করেনি কেউই। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জড়িতদের শাস্তি দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) যে বেশ কঠোর পদক্ষেপ নিবে তা সহজেই বোঝা যাচ্ছে। বল টেম্পারিংয়ের ঘটনার পরই মূল হোতা স্টিভেন স্মিথকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে আইসিসি। আসন্ন ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) স্মিথ ও ওয়ার্নারের দলও তাদেরকে দলে খেলাতে দু’টানায় ভুগছে। দলের ভার থেকে রাজস্থান রয়েলস আগেই স্মিথকে সরিয়ে দিয়েছে।
আজ ডেভিড ওয়ার্নারকেও দলনায়কের ভার থেকে সরিয়ে দিলো সানরাইজার্স হায়দারাবাদ। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের ভূমিকায় থাকা এ দুজনেই ছিলেন আউপিএলের দুই দলের অধিনায়ক। তবে এবার আর সেটি হচ্ছেনা। রাজস্থান রয়েলস ইতিমধ্যে দলের ভার আজিঙ্কা রাহানের উপর দিয়েছে। কিন্তু হায়দারাবাদ এখনো তাদের দলের ভার কার কাঁধে দিবে তা ঠিক করে উঠতে পারেনি। তবে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার অথবা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন পেতে পারেন হায়দারাবাদের অধিনায়কের দায়িত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here