বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের নবগতা মুখ রাকা বিশ্বাস। ইতোমধ্যে তার একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করছেন কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রতেও।অন্যদিকে ছোট পর্দায় সাফল্য অর্জনের পর বড় পর্দায় নাম লেখান অভিনেতা আনিসুর রহমান মিলন। সিনেমায় এসেও তিনি নিজের জাত চিনিয়েছেন। বেশ কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছে।

পুরাতন ও নতুন এই দুইজন মিলন ও রাকা এবার জুটি বাঁধছেন একটি চলচ্চিত্রের জন্য। তবে সেটা পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এফ আই শাহীনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যটির নাম ‘শেষ রাতের গল্প’। এতে মিলন ও রাকা ছাড়া আরো অভিনয় করবেন একে আজাদ।

এ প্রসঙ্গে রাকা বিশ্বাস বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার খুব বেশি ইচ্ছে নেই। কিন্তু এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ও আয়োজন বেশ ভালো লেগেছে। তাই কাজটি করছি। এরপর আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করব না।

আগামী ৫-৬ এপ্রিল পূবাইল ও ঢাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারনের কাজ হবে। ‘শেষ রাতের গল্প’র চিত্রনাট্য লিখেছেন আওরঙ্গজেব। এটি প্রযোজনা করছেন রুপস মাল্টিমিডিয়া।

এর আগে রাকা ২০১৪ সালে আরো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন যা কিনা মালয়েশিয়ার একটি ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, রাকা অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমার শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘প্রেমাচল’ নামে নতুন একটি সিনেমার কাজ সম্প্রতি শুরু করেছেন তিনি। এফ আই শাহীন পরিচালিত এ সিনেমায় রাকার বিপরীতে অভিনয় করছেন নবাগত শায়ের আজিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here