সৌদি প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে পুলিশের হানা, আটক ২৮১!

0
558

সৌদি আরব পারস্য উপসাগরের তীরবর্তী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র। সুন্নী প্রধান রাজতান্ত্রিক দেশটিকে ইসলাম ধর্মের জন্মভূমি বলা হয়। ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বেশির ভাগই এদেশে অবস্থিত।
সম্প্রতি সৌদি আরবে প্রবাসীর এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ২৮১ জন আটক হওয়া ঘটনা ঘটেছে। জানা গেছে, তারা সবাই আফ্রিকার নাগরিক। তারা সবাই মক্কায় এক খামারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
যদি সেই বিয়ে সৌদি আরবের কোনো নাগরিকের হতো তাহলে তাদের এ রকম ভাবে আটক হতে হতো না। কারণ, সৌদি আরবের কট্টর শরীয়া আইন অনুযায়ী প্রবাসী নাগরিকরা এভাবে জড় হতে পারেন না।
জানা গেছে, প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের জমা হওয়ার সংবাদ পেয়ে অভিযান চালায় সৌদি পুলিশ। সৌদিতে বসবাসের নিয়ম-নীতি ভঙ্গ করার অপরাধে ওই বিয়েতে উপস্থিত লোকদের মধ্য থেকে বেছে বেছে প্রবাসীদের আটক করে সৌদি পুলিশ।
ওই বিয়ের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের মধ্যে নারী-পুরুষ সবাই উপস্থিত হয়েছিলেন। কিন্তু কট্টর সৌদি আরবে তো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এ কারণে, ওই বিয়েরি পার্টিতে মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্য না পাওয়া গেলেও তাদের আটক করা হয়।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here