নিউইয়র্ক সিটিতে ‘কুইন্স কাউন্টি ইয়ং ডেমক্র্যাট’র নতুন কমিটি গঠিত হলো। ট্রাম্প প্রশাসনের গণবিরোধী কার্যক্রম রুখে দিতে তরুণ সমাজকে সুসংগঠিত করার অভিপ্রায়ে এ কমিটি গঠন করা হয়। দু’বছর মেয়াদি এই কমিটি কাজ করবে কংগ্রেসনাল ডেমক্র্যাটিক ককাসের চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির নেতৃত্বে।
নবগঠিত এই নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট আদ্রিয়ান ডিপোল এক বিবৃতিতে বলেছেন, চলতি রাজনৈতিক পরিস্থিতিতে কম্যুনিটিকে সজাগ করতে তরুন প্রজন্মের ভূমিকার গুরুত্ব অপরিসীম। এবং তা শুরু করতে চাই কুইন্স থেকে। কুইন্স হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশী ভাষা-ভাষী মানুষের এলাকা।
কুইন্স ডেমক্র্যাটিক পার্টির সহযোগী যুব সংগঠন হিসেবে সর্বস্তরের মানুষকে সুসংগঠিত করবে এই ইয়ং ডেমক্র্যাটরা।
কমিটির অপর কর্মকর্তারা হলেন : ডরি এ্যান প্লিস্কা-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, এন্টনিয়ো আলফন্সো-রাজনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, রিয়ানা ইয়ং-ডাইভার্সিটি ও জনসংযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, ডেভিড আরনভ-সাদস্যিক ভাইস প্রেসিডেন্ট, ব্রিনা মুলিগান-কম্যুনিকেশন্স ডাইরেক্টর এবং জয় চৌধুরী-কোষাধ্যক্ষ। উল্লেখ্য, জয় চৌধুরী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here