চলতি বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জুলাইয়ে নেদারল্যান্ডসে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
বিশ্বকাপের বাছাইপর্ব টপকে মূল পর্বের টিকিট পেতে হবে বাংলাদেশ নারী দলকে। প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য দীর্ঘ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ এপ্রিল নারীরা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে তারা পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর এশিয়া কাপ এবং বাছাইপর্বের আগে আয়ারল্যান্ড সফর করবে জাহানারা, আয়েশা, সালমারা।
দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ৩০ ক্রিকেটারকে নিয়ে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্যাম্প। সিলেটে ক্যাম্প চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার তাদেরকে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল মিরপুরে আজ সাংবাদিকের বলেছেন, ‘২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবে মেয়েরা। তারপর এশিয়া কাপ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরও আছে। টানা খেলা থাকায় এ মুহূর্তে কোচিং স্টাফের মধ্যে বড় ধরনের রদবদল আনতে চাচ্ছি না। দেবিকা, ভারতীয় ফিজিও ১৯ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন।’
বিসিবির দীর্ঘ পরিকল্পনায় মেয়েদের সুযোগ-সুবিধা বাড়বে কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি শফিউল আলম। তবে বিসিবির পরবর্তী বোর্ড সভায় নারীদের ম্যাচ ফি ও অন্যান্য ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি।
বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এদের মধ্যে সেরা দুই দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা।
এ ছাড়া মূল বিশ্বকাপ হবে ৯ থেকে ২৪ নভেম্বর। সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা: জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা জতি, ফারজানা হক পিংকি, খাদিজাতুল কুবরা, ফাহিদা খাতুন, লিলি রানী বিশ্বাস, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, সোবহানা মস্তারি, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মন্ডল, শায়লা শারমিন, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, রিতু মনি, সূবর্ণা ইসলাম, পূজা চক্রবর্তী, সুলতানা খাতুন, শানু আক্তার, রুপা রয়, সাবেকুন নাহার জেসমিন, তাজিয়া আক্তার ও হ্যাপি আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here