Rashid Khan of the Sunrisers Hyderabad celebrates the wicket of Ajinkya Rahane of the Rajasthan Royals during match four of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Sunrisers Hyderabad and the Rajasthan Royals Bangalore held at the Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on the 9th April 2018. Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

সাত বছরের সম্পর্ক ছিন্ন করে প্রথমবারের মতো কলকাতার বাইরে অন্য দলের হয়ে আইপিএলে খেলছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানের সাবেক টিম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন সাকিব। তার দুর্দান্ত বোলিং রাজস্থান রয়্যালসের রানের লাগাম টেনে ধরে। নিজেদের প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় জয়ে আইপিএলে যাত্রা শুরু করেছে হায়দরাবাদ।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সোমবার রাতে টস জিতে ফিল্ডিং নেয় হায়দরাবাদ। নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরে আসা রাজস্থান ৯ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। জবাবে ২৫ বল বাকি থাকতে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টিম রাইজার্স। দলের এমন জয়ের দিনে ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া সাকিব বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। ৪ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট। প্রথম তিন ওভারে উইকেটশূন্য থাকা সাকিব নিজের শেষ ওভারে চার বলের মধ্যে শিকার করেন ২টি উইকেট।
সাকিবের আর্ম বলে তুলে মারতে গিয়ে রাহুল ত্রিপাঠী (১৭) ক্যাচ দেন মন্ডিশ পান্ডের হাতে। পঞ্চম বলে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করা সঞ্জু স্যামসনকে আউট করেন সাকিব। ওই সময়ে তাকে ফেরানো খুব দরকার ছিল হায়দরাবাদের। উইকেট নিয়ে দলকে এগিয়ে নেন সাকিব। ফিল্ডিংয়ে দারুণ ক্যাচ ধরেন রশিদ খান। সাকিব ও সিদ্ধার্থ কৌল ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক ও রশিদ খান।
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ান। কিন্তু স্লিপে ক্যাচ ছাড়েন রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে উনাড়কট ফেরান ঋদ্ধিমানকে। এরপর আর উইকেট হারাতে হয়নি হায়দরাবাদকে। ধাওয়ান (৭৭) ও কেন উইলিয়ামসন (৩৬) ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কায় ৭৭* রান করে ম্যাচসেরা নির্বাচিত হন ধাওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here