কোটা সংস্কার: ২দিনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে আবারো আন্দোলন

0
73
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা  ২দিনের মধ্যে যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আবারো সারাদেশের  শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করবে তারা।

সোমবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।

এ ছাড়া সোমবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়েও আপত্তি তোলা হয় সংবাদ সম্মেলন থেকে। ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামের ওই প্রতিবেদনের বিষয়ে বক্তরা বলেন, ‘ইত্তেফাক বিকেল ৫টার মধ্যে ক্ষমা না চাইলে আগামীকাল থেকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ পত্রিকাটি বর্জন করবে।’

পারিবারিক পরিচয় তুলে ধরে বক্তরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেও দাবি করেন। তারা বলেন, আমরা কোনো বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here