ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ক্রিকেট খেলা ছাড়ার পর রীতিমতো ব্যবসায়ী হয়ে উঠবেন। পারিবারিক ব্যবসায় মন দেবেন। ক্রিকেটের বাইরে তার আগ্রহ কিসে এই প্রশ্ন করা হয়েছিল ধাওয়ানকে। জবাবে তিনি বলেছেন, ক্রিকেটকে বিদায় বলার পর ব্যবসায় মন দেওয়ার কথাই ঠিক করেছেন।

‘আমাকে ব্যবসায় ঢুকতে হবে। ক্রিকেট খেলা শেষ করার পর আমি তাই ব্যবসায় যাবো’ একটি প্রমোশনালে অংশ নিতে গিয়ে এই কথা বলেছেন ধাওয়ান। আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে মিলে ভারতে হোশিয়ারি প্রডাক্টের অন্যতম বড় নির্মাতা প্রতিষ্ঠান রুপা তাদের ৫০ বছর পূতি উদযাপন করছে। অনুষ্ঠানটি ছিল তাদেরই।
ওখানে অন্যদের সাথে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তিনি বললেন, তাদের সময়ে খেলাটা এতো বেশি ব্যাটসম্যানবান্ধব ছিল না। তাই তখন বোলিং করাটা তুলনামূলক সহজ ছিল।
‘এখন খেলাটা ভিন্নভাবে বেড়ে উঠছে। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করছে তাতে বল করাটা সহজ না।’ টেস্ট আর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি মুরালি বলেছেন, ‘আমরা খুব বেশি টি-টুয়েন্টি খেলিন। টেস্টে এখনকার মতো ব্যাটসম্যানরা অতো ছক্কা হাঁকাতো না। আমাদের সময়ে বল করা সহজ ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here