বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে দীর্ঘ ছয় মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিরুদ্ধে খেলবেন তিনি।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবাদিন নান্নুর বক্তব্যের পরই মাশরাফির টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন উঠেছে। তাহলে কি আবারও টাইগারদের হয়ে সাদা জার্সিতে দেখা যাবে মাশরাফিকে! আর এরই মধ্যে বিসিএল খেলতে খুলনা যাওয়ায় গুঞ্জনের হাওয়াতে নতুন মাত্রা যোগ হয়েছে।

তবে বিসিএলে খেলার কারণ জানতে চাইলে মাশরাফি জানান, ‘নিজেকে প্রস্তুত রাখতেই খেলতে চাইছি (বিসিএল)। মনে হচ্ছে চার দিনের ম্যাচটি খেলতে সমস্যা হবে না। প্রিমিয়ার লিগ শেষ হয়েছে বেশ কয়েক দিন হলো। সামনে খেলার তেমন সুযোগ নেই। তাই এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি যেহেতু একটা ফরম্যাটেই খেলি, আমার জন্য তাই প্রস্তুত থাকাটা একটু কঠিন। তারপরও যখন যেভাবে পারি নিজেকে প্রস্তুত রাখতে চাই।’

আগামী জুনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। ওয়ানডেতে দলে মাশরাফি থাকলেও টেস্টে দলে থাকাটা এখনও নিশ্চিত নয়। এ ব্যপারে জানতে চাইলে তিনি জানান, ‘যে যার মতো করে চিন্তা করে। টেস্ট থেকে যেহেতু অবসর নেইনি, হয়তো সুযোগ এলে খেলব। কিন্তু এটা কখন হবে, কেউই জানে না! আমাকে পারফরম্যান্স দিয়েই তো টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে হবে। সবকিছু ঠিক থাকলে হয়তো টেস্ট খেলতেও পারি! কিন্তু কবে, সেটা সময় হলেই বোঝা যাবে।’

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়েই টেস্ট ক্রিকেট থেকে ছিটকে যান মাশরাফি। এরপর গত ৯ বছরে মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাশরাফি। যার মধ্যে গত বছর জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন দুটি ম্যাচ। ওই দুই ম্যাচে পাঁচটি উইকেটও পান এ তারকা।

উল্লেখ্য, বিসিএলে শিরোপার লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। পঞ্চম রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। পয়েন্ট টেবিলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যাঞ্চল। আর ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here