কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সকাল ১০ টার পর থেকে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রঘোষিত এ কর্মসূচি  বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পালন করার কথা থাকলেও সকাল ১০ টার পর থেকেই নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। পরে ১১ টায় দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা মানববন্ধনে যোগ দেন।

উল্লেখ্য, গত রোববার খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে রোববার বিকালে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর ও সোমবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ মিছল করে। আজ পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি।
মানববন্ধনে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here