কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। এর আগে ভারত থেকে বাংলাদেশে এসে একটি ছবির কাজ এখানে করেছেন। ছবির নাম ‘তুখোড়’। ছবিটি পরিচালনা করেন মিজানুর রহমান লাবু। এ ছবিতে রাতাশ্রীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শিবলী নওমান। এ ছবির মুক্তি পাওয়ার পরে সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মডেল-অভিনেত্রী। ভারত থেকে গতকাল মুঠোফোনে রাতাশ্রী দত্ত মানবজমিনকে জানান, বাংলাদেশের একটি প্রোডাকশন হাউজ থেকে এ কাজের প্রস্তাব আসে। এই স্বল্পদের্ঘ্যটির নাম ‘রাবারব্যান্ড’। রাজিব ভাইয়ের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক সানি রায়। খুব ভালো লেগেছে কাজটি করে। হইচই.কমের ইউটিউব চ্যানেলে আজ এটি দর্শক দেখতে পাবেন। ‘রাবারব্যান্ড’ নামের স্বল্পদৈর্ঘ্যটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহতাফ ফিগার, কমলিকা ব্যানার্জি, নীল দে বিশ্বাসসহ আরো অনেকে। পজেটিভ সিস্টেম্‌স অ্যান্ড সাপোর্টসের ব্যানারে এর আগে ‘তুখাড়’ ছবিটি মুক্তি পায়। রাতাশ্রী অভিনীত নতুন স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রটিতেও লগ্নি করেছে বাংলাদেশের এই প্রযোজনা সংস্থা। কলকাতার অভিনেত্রী রাতাশ্রী নতুন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here