কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে গতকাল সন্ধ্যায় নচিকেতার সঙ্গে গাইলেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ স্মরণে পশ্চিমবঙ্গের সুরমঞ্জরী আয়োজন করেছে দুই বাংলার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’। লোকগানের শিল্পী অমর পালকে বিশেষ সম্মাননা জানানো হয় এই আয়োজনে।

আয়োজনের থিম সং হুমায়ূন আহমেদের লেখা ‘যদি মন কাঁদে’ ছাড়াও  ‘যে থাকে আঁখিপল্লবে’, ‘মরিলে কান্দিস না’, ‘আমার আছে জল’, ‘একটা ছিল সোনার কন্যা’সহ হুমায়ূন আহমেদের পছন্দের গান করেন। নাচিকেতার সঙ্গেও দ্বৈত গান করেন তিনি।

নচিকেতার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেন এই অভিনেত্রী-পরিচালক। নিজের ফেসবুকে  বিশাল এক পোস্ট দেন। সেখানে লিখেন, “ক্লাস সেভেনে যখন পড়ি তখন তাঁর ‘নীলাঞ্জনা’ শুনলাম। কী রোমাঞ্চকর তাঁর গানের কথা! ‘অন্তবিহীন পথ’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘এই বেশ ভালো আছি’, ‘তুমি কি আমায় ভালোবাসো’, ‘চোর’, ‘এই মন ব্যাকুল যখন-তখন’—একে একে তাঁর সব গান মুখস্থ হয়ে গেল। এখনো বন্ধুদের আড্ডায় গলা ছেড়ে গাই এই গানগুলো। আমার শৈশব-কৈশোরের প্রেম নচিকেতা চক্রবর্তীর গান। সেই মানুষটির সঙ্গে একই স্টেজে গাইব!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here