জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য অর্থসঙ্কট মেটাতে তাদের ৭৯ কোটি ৪০ লাখ ডলারের অর্থ প্রয়োজন। আগামী বর্ষার পূর্বে রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে এই পরিমাণ অর্থ প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাগুলো।

মঙ্গলবার কক্সবাজারে একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে আইওএম, ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপি একথা জানায়। তারা জানায় তাদের যত শীঘ্র সম্ভব এই টাকা দরকার। এই ৩ সংস্থা মিলিতভাবে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার মাত্র ১৬ শতাংশ পূরণ করবে। এর জন্য সারা বছরে তাদের মোট ৯৫ কোটি ডলার প্রয়োজন। যার প্রায় ৮০ কোটিরই ঘাটতি রয়েছে।

ভূমিধ্বস এড়াতে রোহিঙ্গা শরণার্থীদের নতুন স্থানে সরানো হবে, মানবাধিকার সংস্থাগুলো এই ঘোষণা দেবার পরপরই এই ঘাটতির কথা জানা গেল। নতুন স্থানে সরানোর কাজটি যৌথভাবে আইওএম, ইউএনএইচসিআর এবং ডব্লিœউএফপি এর যৌথভাবে করার কথা রয়েছে। গত আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে বিপুল পরিমাণ বনভূমি ধ্বংস করেছে এবং পাহাড় কেটে ফেলেছে। তাই বর্ষা মৌসুমে এই এলাকায় ভূমিধ্বসের শঙ্কা বেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here