মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সেখানে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে প্রক্রিয়াধীন আছে। হয় তো কিছু দিনের মধ্যে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। আমি যত দূর শুনেছি ইতোমধ্যে এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে। আমরা এ বিষয়ে শিগগিরি সিদ্ধান্ত নিতে পারবো।

সোমবার (১৪ মে)  মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পাবে।

এদিকে আজ সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here