আজ সোমবার (১৪মে) খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপির এক পর্যালোচনা বৈঠকে এরকম অবস্থানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দলের নয়া পল্টনের কার্যালয়ে বিকেলে এই বৈঠক হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে সভাপতিত্ব করেন। দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে খুলনা সিটি নির্বাচনে বিভিন্ন অনিয়ম, বিশেষে করে নেতাকর্মীদের ধরপাকড় প্রসঙ্গ আলোচিত হয়। নির্বাচন কমিশনের ‘পক্ষপাতিত্ব’ নিয়েও কথা বলেন কেউ কেউ। এরপরও বিএনপি এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী।

বিএনপির মহাসচিব মনে করেন, ‘জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’ তাই তাঁর ভাষায়, ‘সব বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ বিএনপিকেই ভোট দেবে।’

মির্জা ফখরুল ঐ আলোচনায় বলেন, ‘এই নির্বাচন সরকারের শেষ সুযোগ। এই নির্বাচন যদি শেষ পর্যন্ত সুষ্ঠু হয় তাহলে আমরা জাতীয় নির্বাচন নিয়ে ভাববো। আর যদি বিএনপির জয় ছিনতাই করা হয়, তাহলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। আমাদের সরকার পতনের আন্দোলনে যেতে হবে।’

আলোচনার ফাঁকেই তিনি খুলনায় মেয়র প্রার্থীসহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here