৩রা জুন মালয়েশিয়ায় শুরু হবে মহিলা এশিয়া কাপ আসর। এ জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার আয়শা রহমান শুকতারা। তিনি জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬তে পাকিস্তানের বিপক্ষে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দল ছিল ১৬ সদস্যের। এশিয়া কাপের জন্য সদস্য সংখ্যা কমেছে একজন।
আফ্রিকা সফর করা দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন সুরাইয়া আজমিন ছন্দা, সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। আর শুকতারার সঙ্গে দলে ঢুকেছেন লিলি রানী বিশ্বাস। এশিয়া কাপ খেলতে শুক্রবার মালয়েশিয়া যাবে বাংলাদেশ নারী দল। সিলেটে এক সপ্তাহের ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরেছেন সালমা-রুমানারা। আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল
সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, আয়শা রহমান শুকতারা, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, লিলি রানী বিশ্বাস, পান্না ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here