বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, স্টিভ রোডস, আরটিভি অনলাইন, Steve Rhodes, england, rtv online

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই কবে! তবে এখনও নতুন কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতিমধ্যে বেশ কজনের সাক্ষাৎকার নিয়েছে বোর্ড। কিন্তু কারও সঙ্গেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে পারেনি। এরই মধ্যে ক্রিকেটপাড়ায় গুঞ্জন- সাক্ষাৎকার দিতে আসছেন নতুন কোচ।

তার নাম স্টিভ রোডস। বোঝাই যাচ্ছে- তিনি হাইপ্রোফাইল কেউ নন। ইংলিশ ক্লাব ওরচেস্টারশায়ারের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। অভিজ্ঞতা রয়েছে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করার।

২০০৫ সালের মে মাসে কোচ হিসেবে ওরচেস্টারশায়ারে যোগদান করেন রোডস। এর পর ২০০৬-২০১৭ সাল পর্যন্ত ক্লাবের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিনিই আসছেন সাকিবদের কোচ হতে!

বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আকরাম খান জানালেন, আজ বিকাল ৩টায় বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে। তবে সেখানে কোচের বিষয়ে আলোচনা হবে কিনা, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ধারণা করা হচ্ছে, সেই সভায় নতুন কোচ নিয়োগ নিয়েই আলোচনা হবে। সেখানে রোডস তার কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। পছন্দ হলে একজন ‘অনুশাসক’ পেয়ে যাবেন তামিমরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here