টানা বর্ষণে রাঙামাটিতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। এরই মধ্যে নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা ১০ জন বলে দাবি করছে স্থানীয় সূত্রগুলো।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নানিয়ারচর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা জায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বগাছড়ি শিকল্যাপাড়ায় এক শিশুসহ চারজন ও সদরের পাশে বড়পুল পাড়ায় চারজন নিহত হয়েছেন। তবে পাহাড় ধসে অনেকেই নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে ছয়টি বসতঘর পানিতে তলিয়ে গেছে ও বগাছড়িতে জনতা বৌদ্ধ বিহার ধসে গেছে বলেও জানান রাঙামাটির জেলা প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here