বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘দেশে আইন বলতে কিছুতো নেই৷ এখন এক নির্মম পরিস্থিতি বিরাজ করছে। নানাভাবে খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে। তাকে চিকিৎসা করাতে দেয়া হচ্ছে না৷ এমনকি তার সঙ্গে আইন অনুযায়ী দেখা করারও সুযোগ দেয়া হচ্ছে না।

আমির খসরু আরো বলেন, ‘বিএনপিকে আন্দোলনে যেতেই হবে। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা দেখছি না। সেক্ষেত্রে সামনে নির্বাচনসহ আরো অনেক বিষয় মাথায় নিয়েই বিএনপি আন্দোলনে যাবে৷ তবে দিন-ক্ষণ দিয়ে তো আর আন্দোলন হয়না। আমরা সময় মতই আন্দোলনে যাবো।

বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানান, ঈদের পরই আন্দোলন নিয়ে সিদ্ধান্ত হবে। তবে শক্ত আন্দোলন শুরু করতে বিএনপি আরো কিছুটা সময় দেখতে চায়। আর সেটা নির্বাচনকে সামনে রেখেই যৌক্তিক সময়ে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here