কিন্তু শেষমেষ ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি ড্র করে নেইমারদের রুখে দিয়েছে ফিফা র‌্যাংকিংয়ের ছয়ে থাকা দল সুইজারল্যান্ড।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই প্রথম ভালো সুযোগটা পেয়েছিল। একাদশ মিনিটে বাঁ দিক থেকে নেইমারের শট এক জনের পায়ে লাগলে পেয়ে যান পাওলিনিয়ো। কিন্তু ছয় গজের বক্সের প্রান্ত থেকে ঠিকমতো শট নিতে পারেননি বার্সেলোনার এই মিডফিল্ডার। বলে কোনোরকমে আঙুল ছুঁইয়ে দলকে বাঁচান গোলরক্ষক।
ছোটো পাসে বল নিয়ে বার বার ডি-বক্সে ঢুকেও যখন কাজ হচ্ছিল না তখন ২০তম মিনিটে গোল এল কৌতিনিয়োর দূরপাল্লার শটে। মার্সেলোর ক্রস সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় হেড করে বিপদমুক্ত করতে গেলে পেয়ে যান বার্সলোনার এই মিডফিল্ডার। বাঁকানো শট পোস্টের ভেতর দিকে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান ছয় গজ বক্সে অরক্ষিত অবস্থায় থাকা হফেনহাইমের মিডফিল্ডার জুবার।
শেষ দিকে ব্রাজিল বেশ আক্রমণাত্মক খেলে। তারা তিন-চারটা গোলের সুযোগ পেলেও সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুই একটা শট ছিল খুবই বাজে। যা দেখে মনে হয় না ব্রাজিল যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ম্যাচের অতিরিক্ত ইনজুরি টাইমের শেষ পাঁচ মিনিট ব্রাজিলের প্রাণভোমরা একটা ফ্রি কিক নেন। যদিও গোল করতে পারেননি এ সুপারস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here