বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহম্মদ সাইফুল ইসলাম খান রাজধানীর শাহবাগ থানার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১২ জুন এই রিমান্ড আবেদন করা হয়। বুধবার ওই রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। শুনানিকালে টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলায় বলা হয়, গত ৬ মার্চ দুপুর ১২টায় বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয় ও গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশের এসআই সুজন কুমার রায় ওইদিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় গত ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর গত ১২ জুন তাকে পরে তাকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। তবে ওইদিন মামলার ‘কেস ডকেট’ না থাকায় আদালত ২০ জুন রিমান্ড শুনানির দিন ধার্য করে টুকুকে কারাগারে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here