ব্যাংক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও আমানতের সুদের হার না কমানোর আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ঘোষণাকে আমি স্বাগত জানাই। কিন্তু একইসঙ্গে এটাও বলব, আমানতের সুদের হার যেন কমানো না হয়। অর্থ্যাৎ তাদের যে স্প্রেডÑ ব্যাংক ঋণ ও আমানতের সুদ। স্প্রেডটাকে কমিয়ে ব্যাংক ঋণের সুদের হার কমানো উচিত। কেননা যদি আমানতের সুদের হার কমানো হয় তাহলে সাধারণ মানুষ, যারা ব্যাংকে অর্থ বা সঞ্চয় রাখি সেখানে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। সাধারণ মানুষের স্বার্থরক্ষার জন্যই আমানতের সুদের হার যেন না কমে। এটি করলে সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তবে ব্যাংক ঋণের সুদের হার কমানো উচিত।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমার ফলে বিনিয়োগকারীরা কিছুটা সুবিধা পাবে। আমাদের প্রত্যাশা হচ্ছে ঋণের সুদের হার কমার ফলে প্রতিটি খাতে বিনিয়োগ বাড়বে। কিন্তু কথা হচ্ছে যে অর্থ ঋণ হিসেবে বিনিয়োগে যায় তা কতটা বিনিয়োগে ব্যবহার হয়, অন্য কাজে ব্যবহার হয় তা নিয়ে প্রশ্ন আছে। কারণ গত তিন-চার মাসে দেখা গেছে যে, সুদের হার বেশি থাকা সত্ত্বেও মনিটরি পলিসির নির্ধারিত হারের চেয়েও বেশি ছিল। এটা সাড়ে আঠারো শতাংশের মতো ছিল, যেটা মনিটরি পলিসির টার্গেট ছিল ষোল দশমিক দুই শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here