গ্রুপপর্বে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার। বুধবারের ম্যাচ ড্র করতে পারলেই গ্রুপপর্বের বাধা পেরোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ই-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় সুইজারল্যান্ডের সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল। যোগ করা সময়ে ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দুটি করে ম্যাচ শেষ হলেও এখন পর্যন্ত এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়নি কোনো দলেরই। গ্রুপ থেকে একমাত্র কোস্টারিকার বিদায় নিশ্চিত হলেও শেষ ষোলোর সম্ভাবনা রয়েছে অপর তিন দল ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার।
শেষ ষোলো নিশ্চিত করতে হলে ড্র করলেই চলবে ব্রাজিলের। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই সার্বিয়ার। শেষ ম্যাচে হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি হলেও হাল ছেড়ে দিতে নারাজ সার্বিয়ানরা। তাদের বিশ্বাস, ব্রাজিলকে ডু অর ডাই ম্যাচে হারাতে পারবে তারা। সার্বিয়ার সহকারী কোচ মিলান রাস্তাভাক বলেন, ‘আমরা জানি, ব্রাজিল খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা নিজেদের সবদিক থেকেই এগিয়ে রাখতে চাইবে। এ ম্যাচ আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা এর সমাধান খোঁজার সর্বাত্মক চেষ্টা চালাব।’

এদিকে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে পয়েন্ট খোয়ানো সেলেকাওরা আর পচা শামুকে পা কাটতে রাজি নয়। ড্র করতে পারলেই হবে। তবু জয় ছাড়া অন্যকিছু ভাবছে না ব্রাজিলিয়ানরা। সেলেকাও ফুলব্যাক ফেগনার বলেন, ‘ওদের (সার্বিয়ানদের) উচ্চতা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে। তবে আমরা এ নিয়ে ভাবছি না। কৌশল ঠিক করে রেখেছি। কোনোভাবেই ম্যাচটি কঠিন করতে চাই না আমরা।’ তিনি যোগ করেন, ‘আমরা সবাই সচেতন ও সতর্ক রয়েছি। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে এই ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি আমরা জানি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here