টালিপাড়ার এই অভিনেত্রী প্রতিবেদককে বলেন, ‘নিজের সম্পর্কে গুগলে সার্চ করে দেখাকে আমার কাছে অদ্ভুত মনে হয়। আমি তো আগে কখনো করিনি। করে দেখা যাক, লোকে কী নিয়ে আগ্রহী।’

প্রতিবেদকের কথা অনুযায়ী, স্বস্তিকা লিখে নিজেই গুগলে সার্চ দেন অভিনেত্রী। সে সময় তিনি দেখেন, তার নামের পাশে ‘হট সিন’, ‘হট অ্যান্ড সেক্সি’, ‘সেনসেশনাল সিনস’ শব্দগুলো সাজেস্ট করছে।

উল্লিখিত শব্দগুচ্ছ দেখে স্বস্তিকা বলেন, ‘এত ভালো কাজ করলাম, সেগুলো নিয়ে কারো মাথাব্যথা নেই। এসব নিয়ে যে লোকে কিউরিয়াস, আমি শুনতে পাই। আর ওয়েট (ওজন) নিয়ে এত কিউরিওসিটি (আগ্রহ) কেন? ওয়েট তো ফ্ল্যাকচুয়েট (উঠানামা) করতেই পারে!’

সার্চের সময় স্বস্তিকা একটি বাক্য দেখে চমকে যান। সেটি ছিল, ‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’ (স্বস্তিকা এক রাত সঙ্গ দিতে রাজি)। সে সময় তিনি বিরক্ত হয়ে বলেন, ‘এগুলো কারা বানায়? এটা আমি নই।’

২০০৩ সালে উর্মী চক্রবর্তী পরিচালিত ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন স্বস্তিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here