বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এমটিবি টাওয়ারে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। বৈঠকে এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খানসহ বেশিরভাগ ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আগামী ১ জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে ঋণ বিতরণ এবং ছয় শতাংশ সুদে আমানত নেওয়ার বিষয়টি কার্যকর করার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এটা সিদ্ধান্ত গ্রহণের কোনো বৈঠক নয়। এটা ছিল গত সোমবার এবিবি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকের একটা ফলোআপ। সুদহার কার্যকরের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি আমানত পাওয়া এবং রাষ্ট্রীয় ব্যাংকের আমানত বেসরকারি ব্যাংকে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে আগের বৈঠকে আলোচনা হয়েছিল।

গত ২০ জুন এক বৈঠক থেকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ এবং ছয় শতাংশ সুদে তিন মাস মেয়াদি আমানত নেওয়া হবে। তবে সব ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামবে কি-না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here