তবে এ অভিযোগ অস্বীকার করেনি ফেসবুক। বরং বিষয়টা ‘কিছুই না’ বলে লঘু করার চেষ্টা করছে তারা। এক ফেসবুক-কর্তা বলেন, ‘‘চিরাচরিত ঘটনা। বাজারি প্রতিযোগিতায় টিকে থাকতে এ ধরণের কাজ সবাই করে।’’

গোপন এ নজরদারির সিস্টেম এমন যে, বিভিন্ন টিভি শো কিংবা বিজ্ঞাপনে ঢুকিয়ে দেওয়া হবে একটি ‘অডিয়ো ফিঙ্গারপ্রিন্ট’। তা থেকে একটি সিগনাল তৈরি হবে। এতই ক্ষীণ শব্দ, সেই সিগনাল মানুষের কানে পৌঁছবে না। কিন্তু তাতেই স্মার্ট ফোন, ট্যাবলেট কিংবা স্মার্ট স্পিকারে মাইক্রোফোন চালু হয়ে যাবে।

টিভিতে ওই ব্যক্তি কোন অনুষ্ঠান দেখছেন, রেকর্ড হয়ে যাবে সবটাই। ওই রেকর্ডিংয়ের সাহায্যেই ফেসবুক চিহ্নিত করে ফেলবে, কে কোন সিরিয়াল দেখছেন। কোন অনুষ্ঠানের জনপ্রিয়তা কতটা। কোনটা বেশি পছন্দ, কোনটা কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here