আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নৌ-ভ্রমণ

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের পঞ্চম নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে গত ১৪ জুলাই। নিউইয়র্কের মিডিয়া ও সংস্কৃতি কর্মী, কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী-সুধীজন এই নৌ-ভ্রমণে অংশ নিয়েছিলেন। নৌ-ভ্রমণে ছিল আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনার বিষয় ছিল-বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব কেমন চাই। এই বিষয়ে ওপর আলোচনা করতে গিয়ে একাধিক বক্তা নেতৃত্ব সৃষ্টির নেপথ্য কারণ নিয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য রাখেন। অধিকাংশ বক্তা বলেছেন-নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন-বাংলাদেশ সোসাইটি হোক সকলের মিলনকেন্দ্র। এ ছাড়া প্রবাসীদর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য রচনায় সোসাইটির নেতারা যেন অভিভাবকের ভূমিকা পালন করেন। বক্তারা কমিউনিটির স্বার্থে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার দাবিও জানান।


আলোচনা সভা পরিচালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি ও রিভার ক্রুজ উদযাপন কমিটির আহবায়ক বেলাল আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সামসুন্নাহার নিম্মি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, এনওয়াই ইন্স্যুরেন্সের সিইও এবং প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ পারভেজ সাজ্জাদ, কমিউনিটি এক্টিভিস্ট আসাদুল বারী আসাদ, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তনিমা হাদী, রোকসনা মির্জা, রনো নেওয়াজ ও সজীব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here