সরকার তার লক্ষ্য পূরণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতে ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে জনগণের ভোটের ওপর। রোববার (১৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণ একজন রাজনীতিবিদের মূল শক্তি উল্লেখ করে, নিরাপত্তা দিতে গিয়ে জনগণ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং অভ্যন্তরীণ হত্যা, ক্যু’য়ের ষড়যন্ত্রের কারণে ভিভিআইপিদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে।’

প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। এছাড়া, ভিভিআইপিদের নিরাপত্তায় যারা থাকেন তাদেরও নিরাপত্তা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আজ এসএসএফের যে প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছি, সেটা বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর। জানি না ভবিষ্যতে আবার দেখা হবে কিনা, এটা নির্ভর করে জনগণের ওপর। বাংলাদেশের জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই, এটা নিয়ে কোনো আফসোস নেই। আমাদের যেটুকু লক্ষ্য ছিল সেটুকু আমরা করতে পেরেছি। এখন আমরা উন্নয়নশীল দেশ। আমরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।’

তিনি বলেন, ‘৬১ হাজার কোটি টাকার বাজেটকে আমরা এখন আমরা ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। সকলের বেতন ২৩ ভাগ বৃদ্ধি করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করেন তাদের নিরাপত্তা দেয়াও আমার কাছে চিন্তার বিষয়। সেজন্য আমরা চেষ্টা করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অস্ত্র ক্রয় করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here